সিটিজেন চার্টার | ০১. সকল শ্রেণীর কৃষকদেরকে চাহিদা ভিত্তিক সেবা প্রদান। ০২. কৃষি গবেষনার চাহিদা নিরুপন ও উদ্ভাবিত প্রযুক্তি চাষীদের দোর-গোড়ায় পৌছানো। ০৩. কৃষি সম্প্রসারণ কর্মী ও কৃষকের দক্ষতা উন্নয়ণ। ০৪. কৃষি ভিত্তিক বানিজ্য সম্প্রসারণে সহায়তা প্রদান। ০৫. কৃষি তথ্য প্রযুক্তি উন্নয়ন ও সহজ ব্যবহার কৃষকদের সহায়তা প্রদান। ০৬. উত্পাদন সমম্যাদি চিহ্নিত করণ ও সমাধানে সংশ্লিষ্ট সংস্থার সাথে সমম্বিত কার্যক্রম গ্রহণ। ০৭. কৃষি উপকরণের চাহিদা নিরুপন, প্রাপ্যতা ও সুষম ব্যবহার নিশ্চিত করণ। ০৮. নারীকে কৃষি ক্ষেত্রে সম্পৃক্ত করণ ও নারীর ক্ষমতায়ণে সহায়তা প্রদান। ০৯. দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি পূনর্বাসন ও কৃষি ঋণ প্রাপ্তিতে কৃষকদের সহায়তা দান। ১০. কৃষি পণ্য ও উপকরণের মান নিয়ন্ত্রন। ১১. সমন্বিত ভাবে পরিবেশ বান্ধব প্রযুক্তি সম্প্রসারণ । ১২. সকল শ্রেণীর কৃষক দলের সাথে কাজ করা। |