কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর জেলার পাঁচটি উপজেলার মধ্যে নকলা অন্যতম। সরেজমিন উইং এর কার্যক্রমসমূহ বাস্তবায়নের জন্য নকলা উপজেলা সকল শ্রেনীর কৃষকদের জন্য লাগসই ও টেকসই উন্নত কৃষি প্রযুক্তি বিস্তারের এ মহান দায়িত্ব পালন করে যাচ্ছে। ক্রমহ্রাসমান চাষযোগ্য জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ধারাবাহিকতা রক্ষা করা বড় চ্যালেঞ্জ হলেও কৃষকদের চাহিদা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত তিন বছরে চাল, গম, ভূট্টা, আলু ও শাক-সব্জীর উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। অধিক খাদ্য শস্য উৎপাদনে লক্ষ্যে বিভিন্ন ফসলের আধুনিক ও ঘাত সহিষ্ণু জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সুষম মাত্রায় সার ব্যবহার, পার্চিং, আধুনিক চাষাবাদ, মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ, মাটির স্বাস্থ সুরক্ষায় জৈব ও সবুজ সার তৈরী ও ব্যবহার বৃদ্ধি ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে।
এক নজরে নকলা উপজেলার কৃষি বিষয়ক বিস্তারিত তথ্যাবলী:
ক্র. নং | বিষয় | সংখ্যা /পরিমাণ |
১ | উপজেলার মোট আয়তন | ১৭৪.৮ বর্গ কি.মি. / ১৭,৪৮০ হে. |
২ | আবাদযোগ্য জমি | ১৪,৯৭০ হে. |
৩ | নীট ফসলী জমি | ১৪,৮১০ হে. |
৪ |
আবাদযোগ্য পতিত জমি
|
১৬০ হে.
|
৫ | এক ফসলী জমি | ৯৫৫ হে. |
৬ | দুই ফসলী জমি | ৬,২৮৫ হে. |
৭ | তিন ফসলী জমি | ৬,৪৩৫ হে. |
৮ | চার ফসলী জমি | ৩৫ হে. |
৯ |
অন্যান্য জমি (দুই ফসলী জমি)
|
১,১০০ হে.
|
১০ |
মোট ফসলী জমি
|
৩৫,১৭০ হে.
|
১১ | শস্যের নিবিড়তা | ২৩৪ % |
১২ | জমি ব্যবহারের ঘনত্ব | ৮৩.০ % |
১৩ | উঁচু জমি (বর্ষাকালে স্বাভাবিক বন্যায় প্লবিত হয় না) | ৫,১৪০ হে. |
১৪ |
মাঝারী উঁচু (বর্ষাকালে স্বাভাবিক বন্যায় সর্বোচ্চ ৯০ সে.মি. প্লাবিত থাকে) |
৪,৬৯৩ হে. |
১৫ |
মাঝারী নীচু জমি(বর্ষাকালে স্বাভাবিক বন্যায় ৯০-১৮০সে. মি. প্লাবিত থাকে) |
৩,৮৪০ হে. |
১৬ |
নীচু জমি (বর্ষাকালে স্বাভাবিক বন্যায় ১৮০-২৭৫সে.মি. প্লাবিত থাকে) |
৮১৫ হে. |
১৭ |
অতি নীচু (বর্ষাকালে স্বাভাবিক বন্যায় ২৭৫ সে.মি. বা বেশী প্লাবিত থাকে) |
৩৮২ হে. |
১৮ | এটেল মাটি | ২,৬১৪ হে. |
১৯ | এটেল দোয়াশ মাটি | ১,৮৬৫ হে. |
২০ | দোয়াশমাটি | ৮,৫২৯ হে. |
২১ | বেলে দোয়াশ মাটি | ১,৪২০ হে. |
২২ | বেলে মাটি | ৪৪২ হে. |
২৩ | AEZ | AEZ-৮: ১,৭১৮ হে.; AEZ-৯: ১৩,১৫২হে. |
২৪ | হাওড়, বিল ও চর | হাওড়-০ ; বিল-১৩; চর-১৮ টি |
২৫ | পৌরসভা | ০১ টি |
২৬ | ইউনিয়ন | ০৯ টি |
২৭ | ব্লক | ২৮ টি |
২৮ | সার ডিলার | বিসিআইসি-১০; বিএডিসি-৩৫ |
২৯ | বালাইনাশক ডিলার | মোট-১২৯ (পাইকারী-০৬; খুচরা-১২৩) |
৩০ | বীজ ডিলার | - |
৩১ | নার্সারি | ১৭ টি |
৩২ | বিতরণকৃত কৃষি উপকরণ কার্ডের সংখ্যা | ৩৭,০৬৮ টি |
৩৩ |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস